বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম 2022 | খাতা পুনঃনিরীক্ষণের আবেদন – Board challenge
বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম
ফলাফল পুনঃনিরীক্ষণ/Rescrutiny কি?
বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশের পর দিন থেকে বাংলাদেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা বোর্ড ফলাফল আশানুরুপ না হওয়াতে শিক্ষার্থীদের মনে যদি অনিশ্চয়তা থাকে তাদের অনিশ্চয়তা দূর করতে খাতা পুনঃনিরীক্ষণ এর সুযোগ দিয়ে থাকে যা ‘ফলাফল পুনঃনিরীক্ষণ’, ‘বোর্ড চ্যালেঞ্জ’, ‘ফলাফল পুনঃমূল্যায়ন’, ‘SSC Rescrutiny Process’ ইত্যাদি নামে পরিচিত। অনেকের ধারণা বোর্ড কর্তৃপক্ষ খাতা পুনঃমূল্যায়ন করে। কিন্তু আসলে এই প্রক্রিয়ায় বোর্ড থেকে যা করা হয় তা হলো, নম্বর গণনা কিংবা কোথাও নম্বর প্রদানে ভুল ভ্রান্তি হয়েছে কিনা সেসব বিষয় মিলিয়ে দেখা হয়।
খাতা মূলত দেখা হয় না। তাঁরা আবার শুধু মার্কগুলো ভালো করে হিসেব করে। মাঝে মাঝে দেখা যায় ভুল করে ৮ এর জায়গায় ৪ যোগ করা হয়। এক কথাই শুধু মার্কগুলো আবার যোগ করে।
বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা কি পুনরায় কাটা হয়
না, বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা পুনরায় কাটা হয়না। শুধুমাত্র নম্বরের হিসাব ও সকল প্রশ্নে ঠিকভাবে নম্বর প্রদান করা হয়েছে কিনা সেটা দেখা হয়।
বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করতে কি কি লাগে?
যেকোনো পাবলিক পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করতে আপনার একটি টেলিটক প্রিপেইড সিম লাগবে। সাথে আবেদনকারীর রোল নম্বর, ফোন নম্বর, যে বিষয়ের জন্য আবেদন করবে সে বিষয়ের কোড।
আপনার টেলিটক সিম না থাকে বা আপনি যদি নিজে বোর্ড চ্যালেঞ্জ করতে না পারেন, তাহলে আপনার এলাকার নিকটস্ত কম্পিউটারের দোকান থেকে করে নিতে পারেন।
বোর্ড চ্যালেঞ্জ কখন করা যায়?
ফলাফল প্রকাশের পরবর্তী দিন থেকেই বোর্ড চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষণের আবেদন করা যায়। শিক্ষা মন্ত্রণালয়ের বেধে দেওয়া সময়ের মধ্যেই এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম
নিচে এক এক করে সকল পাবলিক পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ এর নিয়ম কানুন দেওয়া হলো।
পিএসসি (PSC) বোর্ড চ্যালেঞ্জ
পিএসসি (psc) বা এবতেদায়ী পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের নিয়ম কানুন নিচে দেওয়া হলো।
DPRSC <Space> Student ID <space> Subject code তারপর SMS টি পাঠিয়ে দিন 16222 নম্বরে।
ফিরতি এসএমএস এ ফি উল্লেখপূর্বক একটি পিন কোড প্রদান করা হবে। আবেদন নিশ্চিত করতে নিচের মতো করে আবার এসএমএস সেন্ড করুন।
DPRSC<space>YES<space>Pin number<space>Contact number লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করুন।
বিঃদ্রঃ Contact number টিতে ফলাফল জানানও হবে।
এসএসসি (SSC) বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম
এসএসসি (SSC) পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ বা Rescrutiny করার নিয়ম নিচে দেওয়া হলো।
RSC<space>1st three letter of board<space>Rool number<space>Subject code লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
ফিরতি এসএমএস এ ফি উল্লেখপূর্বক একটি পিন কোড প্রদান করা হবে। আবেদন নিশ্চিত করতে নিচের মতো করে আবার এসএমএস সেন্ড করুন।
RSC<space>YES<space>Pin number<space>Contact number লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করুন।
বিঃদ্রঃ Contact number টিতে ফলাফল জানানো হবে।
জেএসসি (JSC) বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম
জেএসসি (JSC) পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ এর নিয়ম নিচে দেওয়া হলো।
বিঃদ্রঃ এসএসসি পরীক্ষার জন্য দেওয়া নিয়ম অনুসরণ করুন
এইচএসসি (HSC) বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম
এইচএসসি (HSC) বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম কানুন নিচে দেওয়া হলো।
বিঃদ্রঃ এসএসসির জন্য দেওয়া নিয়মটি অনুসরণ করুন
বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২২ কবে দিবে
সাধারণত বোর্ড চ্যালেঞ্জ করার প্রায় একমাস পরে রেজাল্ট প্রকাশিত হয়।
বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কোথায় পাব?
বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পাওয়া খুব সহজ। আপনি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় যেই নম্বর দিয়েছিলেন সেই নম্বরে ম্যাসেজ করে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।
তাছাড়া প্রত্যেকটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাদের ফলাফল পরিবর্তিত হয়েছে তাদের তালিকা প্রকাশ করা হয়।
মনে রাখবেন, যাদের ফলাফল পরিবর্তন হয়নি তাদের রেজাল্ট ওয়েবসাইটে আসবে না।
সার্ভার সমস্যা হলে মোবাইলে ফলাফলের এসএমএস পেতে কিছুটা সময় লাগতে পারে। মাঝেমধ্যে এক-দুই দিন পর ম্যাসেজ আসতে পারে। রেজাল্ট অপরিবর্তিত থাকলেও মোবাইলে ম্যাসেজ পাবেন।
sami
says:board challenge korle number komale kombe