জেএসসি রেজাল্ট ২০১৭ মার্কশিটসহ দেখুন | JSC Result 2017 with Marksheet
- by Md. Sobug
- Last Updated On at 08:48 AM
- Views: 4105 Views
জেএসসি পরীক্ষার রেজাল্ট 2017 – জেএসসি ফলাফল 2017 দেখার বিভিন্ন উপায় –
আপনি যদি ২০১৭ সালের জেএসসি পরীক্ষার্থী হন এবং আপনার জেএসসি ফলাফল পেতে চান, তবে আপনি ঠিক জায়গায় আছেন। আপনার জেএসসি পরীক্ষার ফলাফল খুব দ্রুত এবং সহজ উপায়ে পেয়ে যাবেন। আজ আমি এই আর্টিকেলে দেখাবো, কিভাবে আপনার জেএসসি রেজাল্ট 2017 পাবেন। আমি চেষ্টা করবো জেএসসি পরীক্ষার ফলাফল 2017 বের করার সকল উপায় উপস্তাপন করার। তাই, এই আর্টিকেলটি শেষ পর্যন্ত ভালো করে পড়ুন।
কখন জেএসসি পরীক্ষার রেজাল্ট ২০১৭ প্রকাশিত হবে ? (JSC Result Kobe Dibe ?)
উত্তর :
যখন জেএসসি রেজাল্ট প্রকাশিত হবে, তার আগে সকল শিক্ষা বোর্ড তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করে জানিয়ে দিবে কবে রেজাল্ট দিবে।
Update : এখনো পরীক্ষা হয়নি। সুতরাং, JSC/JDC পরীক্ষার ফলাফল 2022 এর কোন আপডেট নেই। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
জেএসসি রেজাল্ট ২০১৭ কবে দিবে ?
আসুন দেখে নেওয়া যাক, বিগত কয়েক বছরের জেএসসি/দাখিল/সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখঃ
Year | Date |
---|---|
2013 | 29th December |
2014 | 30th December |
2015 | 31st December |
2016 | 29th December |
2017 | 30th December |
2018 | 24th December |
2019 | 31st December |
2020 | Cancel to Covid-19 |
2021 | Cancel to Covid-19 |
2022 | 29th-31st December |
সুতরাং, বিগত কয়েক বছরের ফলাফল প্রকাশের তারিখ অনুযায়ী বলা যায়, জেএসসি ও সমমান পরীক্ষা – ২০১৭ এর ফলাফল এবছরের 25th – 31th December তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে।
যেভাবে অনলাইনে জেএসসি ও সমমান পরীক্ষা ২০১৭ – এর ফলাফল বের করবেন
অনলাইনে জেএসসি ও সমমান পরীক্ষা – ২০১৭ এর ফলাফল বের করার অনেক ধরনের উপায় আছে। কিন্তু আপনি কোন প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট বের করতে পারবেন। মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেই জেএসসি ও সমমান পরীক্ষা – ২০১৭ এর ফলাফল প্রকাশিত হবে। এই ওয়েবসাইটে জেএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ছাড়াও আপনি বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের ফলাফল বের করতে পারবেন। এখানে আপনি সকল বোর্ড পরীক্ষার ফলাফল মার্কশীটসহ বের করতে পারবেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখার অফিসিয়াল ২টি ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইট ২টির লিংক নিচে দেওয়া হলো –
আমি মনে করি, অনলাইন থেকে সকল শিক্ষাবোর্ডের ফলাফল বের করা সেরা ওয়েবসাইট – boardresultbd.com। পিএসসি/ইবতেদায়ী, জেএসসি/জেডিসি, এসএসসি/দাখিল, এসইচএসসি/আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সহ ইত্যাদি ফলাফল এই সাইটে পাওয়া যাবে। সকল পরীক্ষার ফুল মার্কশীট এই ওয়েবসাইটে পাওয়া যায়। ২০১৭ সালের এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সকল পরীক্ষার ফলাফল এই ওয়েবসাইটে প্রকাশিত হবে। আপনি এই ওয়েবসাইট থেকে আপনার জেএসসি পরীক্ষার ফলাফল ফুল মার্কশীটসহ দেখতে পারবেন।
জেএসসি ফলাফল পাওয়ার অনেকগুলো উপায় (পদ্ধতি) রয়েছে। অনলাইন, এসএমএস, অ্যান্ড্রয়েড অ্যাপ এবং স্কুল ক্যাম্পাস থেকে আপনি আপনার জেএসসি পরীক্ষার ফলাফল ২০১৭ পেতে পারেন। নিম্নের পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি আপনার জেএসসি ফলাফল বের করুন –
১ম পদ্ধতিযেভাবে অনলাইনে educationboardresults.gov.bd থেকে জেএসসি ও সমমান পরীক্ষা ২০১৭ – এর ফলাফল বের করবেন –
অনলাইনে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (educationboardresults.gov.bd) থেকে রেজাল্ট বের করার নির্দেশনা নিচে দেওয়া হলো –
- প্রথমে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল দেখার এই ওয়েবসাইটে যান – educationboardresults.gov.bd
- এবার “Examination” অপশন থেকে “JSC/Dakhil” সিলেক্ট করুন।
- “Year” অপশনে “2017” দিন
- তারপর পরের অপশন “Board” থেকে আপনার শিক্ষা বোর্ডটি সিলেক্ট করুন।
- এবার “Roll” বক্সে সর্তকতার সাথে আপনার পরীক্ষার রোল নাম্বারটি দিন।
- এবার “Reg: No” বক্সেও সর্তকতার সাথে আপনার পরীক্ষার রেজিষ্টেশন নাম্বারটি দিন।
- সিকিউরিটি নাম্বার ক্যাপচাটি পূরণ করুন।
- সর্বশেষ আপনার উপরের সকল তথ্যগুলো ভালো করে যাচাই করুন। এবং “SUBMIT” বাটনে ক্লিক করুন।
Example: 4+3 = 7
“SUBMIT” বাটনে ক্লিক করা মাত্রই আপনার জেএসসি/সমমান পরীক্ষার ফলাফল পেয়ে যবেন।
রেজাল্ট পাবলিশ এর দিন অনেকে রেজাল্ট দেখার জন্য একসাথে শিক্ষা বোর্ডের অফিসিয়াল সাইটে ভিজিট করে। ফলে, সাইট ডাউন হতে পারে। তাই, কয়েকবার ট্রাই করবেন। আশা করি, রেজাল্ট পেয়ে যাবেন।
২য় পদ্ধতি
যেভাবে eboardresults.com থেকে জেএসসি ও সমমান পরীক্ষা ২০১৭ – এর ফলাফল বের করবেন
অনলাইনে eboardresults.com থেকে রেজাল্ট বের করার নির্দেশনা নিচে দেওয়া হলো –
- প্রথমেই এই ওয়েবসাইটে ভিজিট করুন – eboardresults.com
- এবার “Examination” অপশন থেকে “JSC/Dakhil” সিলেক্ট করুন।
- “Year” অপশনে “2017” দিন
- তারপর পরের অপশন “Board” থেকে আপনার শিক্ষা বোর্ডটি সিলেক্ট করুন।
- এবার Result Type অপশন থেকে “Result Type” – “Individual Result” করে দিন।
- এবার “Roll” বক্সে সর্তকতার সাথে আপনার পরীক্ষার রোল নাম্বারটি দিন।
- সিকিউরিটি ক্যাপচাটি পূরণ করুন।
- সর্বশেষ আপনার উপরের সকল তথ্যগুলো ভালো করে যাচাই করুন। এবং “Get Result” বাটনে ক্লিক করুন।
“Get Result” বাটনে ক্লিক করা মাত্রই আপনার জেএসসি পরীক্ষার ফলাফল পেয়ে যবেন।
eboardresults.com একটি নতুন ওয়েবসাইট। ওয়েব ভিত্তিক এই ওয়েবসাইটে জেএসসি ফলাফলসহ যেকোন বোর্ড পরীক্ষার ফলাফল এই সাইট থেকে পাওয়া যায়। আপনি এখানে থেকে সহজেই আপনার জেএসসি ফলাফল বের করতে পারেন। আপনি এই ওয়েবসাইট থেকে আপনার স্কুলের সকল জেএসসি পরীক্ষার্থীর ফলাফল দেখতে পারেন। আপনার স্কুলের সকলের জেএসসি পরীক্ষা ফলাফল বের করার জন্য আপনাকে অবশ্যই আপনার স্কুলের EIIN জানতে হবে। তা না হলে আপনি আপনার স্কুলের সকলের ফলাফল দেখতে পারবেন না।
৩য় পদ্ধতি
যেভাবে eboardresults.com থেকে আপনার স্কুলের সকল জেএসসি পরীক্ষার্থীর ফলাফল বের করবেন
- প্রথমেই এই ওয়েবসাইটে ভিজিট করুন – eboardresults.com
- এবার “Examination” অপশন থেকে “JSC/Dakhil” সিলেক্ট করুন।
- “Year” অপশনে “2017” দিন
- তারপর পরের অপশন “Board” থেকে আপনার শিক্ষা বোর্ডটি সিলেক্ট করুন।
- এবার Result Type অপশন থেকে “Result Type” – “Institution Result” করে দিন।
- এবার, “EIIN” অপশন থেকে খুব সর্তকতার সাথে আপনার স্কুলের “EIIN Number” দিন।
- সিকিউরিটি ক্যাপচাটি পূরণ করুন।
- সর্বশেষ আপনার উপরের সকল তথ্যগুলো ভালো করে যাচাই করুন। এবং “Get Result” বাটনে ক্লিক করুন।
“Get Result” বাটনে ক্লিক করা মাত্রই আপনার স্কুলের জেএসসি/সমমান পরীক্ষার ফলাফল পেয়ে যবেন।
৪র্থ পদ্ধতি
যেভাবে মোবাইল অপারেটর থেকে এসএমএস (SMS) করে জেএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে
প্রতি বছরই ফলাফল প্রকাশের দিন সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী শিক্ষাবোর্ড চেয়ারম্যানদের সাথে নিয়ে জেএসসি পরীক্ষার ফলাফলের কপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল এএমএস পোর্টালে ফলাফল প্রকাশ করা হয় বেলা দুইটার দিকে।
ফলাফল প্রকাশের দিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত (কম-বেশি হতে পারে) শিক্ষাবোর্ডের রেজাল্ট সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে অতিরিক্ত ট্রাফিকের কারণে সার্ভার সংক্রান্ত সমস্যা দেখা দেয়। তাই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানতে কিছুটা ঝামেলা পোহাতে হয় বা বেশি সময় লাগতে পারে। এজন্য এবং যাদের ইন্টারনেট সংযোগ নেই তাদের জন্য বিকল্প হিসেবে রয়েছে মোবাইল ফোনের এসএমএস সেবা।
হাতের মুঠোয় থাকা মোবাইল ফোনটি দিয়ে এসএমএসের মাধ্যমে খুব সহজে ফলাফল জানা যাবে। সবগুলো মোবাইল অপারেটরের নম্বর থেকে একইভাবে ফলাফল জানা যাবে। এতে খরচও তেমন নেই। প্রতি এসএমএস (SMS) – এ ২.৪৪৳ কাটা হবে।
যেভাবে দ্রুত ও সহজে মোবাইলে এসএমএসের মাধ্যমে জেএসসি পরীক্ষার ফলাফল জানতে পারবেন
সাধারণ বোর্ডের জন্য
ম্যাসেজ অপশনে গিয়ে JSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল (অর্থাৎ 2017) লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।
বোর্ডের নামের প্রথম তিন ডিজিট হলো COM (কুমিল্লা), DHA (ঢাকা বোর্ড), RAJ (রাজশাহী), JES (যশোর), CHI (চট্টগ্রাম), BAR (বরিশাল), MYM (ময়মনসিংহ), SYL (সিলেট) ও DIN (দিনাজপুর)।
For Example :
JSC DHA 123456 2017 and Send to16222
মাদ্রাসা বোর্ডের (দাখিল পরীক্ষা) জন্য
For Example :
জেএসসি সমমানের মাদ্রাসা বোর্ডের (দাখিল পরীক্ষার) ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে JDC লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল (অর্থাৎ 2017) লিখে 16222নম্বরে পাঠাতে হবে।
JDC MAD 123456 2017 and send to16222
কারিগরি বোর্ডের জন্য
কারিগরি বোর্ডের জন্য JSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল (অর্থাৎ 2017) লিখে 16222নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
For Example :
JSC TEC 123456 2017 and send to 16222
এসএমএসের জন্য এর জন্য সকল শিক্ষা বোর্ডের প্রথম তিন (৩) অক্ষর
- বরিশাল শিক্ষা বোর্ডের জন্য : BAR
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের জন্য : CHI
- কুমিল্লা শিক্ষা বোর্ডের জন্য : COM
- ঢাকা শিক্ষা বোর্ডের জন্য : DHA
- দিনাজপুর শিক্ষা বোর্ডের জন্য : DIN
- যশোর শিক্ষা বোর্ডের জন্য : JES
- ময়মনসিংহ শিক্ষা বোর্ডের জন্য : MYM
- রাজশাহী শিক্ষা বোর্ডের জন্য : RAJ
- সিলেট শিক্ষা বোর্ডের জন্য : SYL
- মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য : MAD
- কারিগরি শিক্ষা বোর্ডের জন্য : TEC
মোবাইল অ্যাপের মাধ্যমে যেভাবে জেএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বের করবেন
আমাদের ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল অ্যাপেও রয়েছে। অ্যাপের মাধ্যমে আপনার বোর্ড পরীক্ষার তথ্য দিয়ে খুব সহজে ফলাফল বের করতে পারবেন। অ্যাপটি Google Play Store থেকে ডাউনলোড করতে পারবেন।
Download Link : https://play.google.com/store/apps/
জেএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘরে বসে পেতে SMS এর মাধ্যমে প্রাক-নিবন্ধন (Pre – Registration) করুন
JSC Result 2017 এর ফলাফল প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম ১৮ মে থেকে শুরু হয়েছে। ফলাফল প্রকাশের দিন স্বাস্থ্য বিধি মেনে ঘরে থেকে সরাসরি মোবাইলে ফল পেতে মেসেজ করতে হবে। সেজন্য টাইপ করতে হবে এই নিয়মে : JSC<>Board Name<>Roll<>Year। আর এটি পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নাম্বারে।
উপসংহার
প্রথমত, আপনাকে ধন্যবাদ আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য।
আমি ইতিমধ্যে উপরের বর্ণনায় ব্যাখ্যা করেছি কিভাবে খুব সহজে আপনার জেএসসি/সমমানের ফলাফল ২০১৭ বের করবেন। কিন্তু, তারপরও যদি আপনি আপনার ফলাফল খুঁজে না পান, তাহলে আপনার শিক্ষা বোর্ডের নাম সহ রোল এবং রেজিস্ট্রেশন নম্বর নীচে মন্তব্য করুন। আশা করি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার ফলাফল খুঁজে পেতে আমাদের যথাসাধ্য চেষ্টা করব।
বাংলাদেশ শিক্ষা বোর্ডের সকল পরীক্ষার ফলাফলের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে থাকুন।😉